পদ্মার স্রোতে বিলীন হওয়ার পথে মুন্সীগঞ্জে শতবর্ষী প্রাচীন দিঘীরপাড় বাজার। গত কয়েকদিনের ভাঙনে এরমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কয়েকটি দোকান। নদী তীর রক্ষায় বাঁধ নির্মাণে প্রকল্প থাকলেও যথাযথ কাজ না করায় এমন বিপত্তি, অভিযোগ স্থানীয়দের।
পদ্মার তীব্রস্রোতে গত কয়েকদিনে বিলীন হয়েছে মুন্সীগঞ্জের শতবর্ষী দিঘীরপাড় বাজারের সার ও পাটের আড়ৎ সহ বেশ কয়েকটি দোকানপাট। হুমকিতে পড়েছে অন্যগুলোও। ভাঙন আতংকে নিঘুর্ম রাত কাটছে ব্যবসায়ীদের।
স্থানীয়দের অভিযোগ, দিঘীরপাড় বাজারসহ নদীর ৯ কিলোমিটার জুড়ে তীররক্ষা বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে ৪৪৬ কোটি টাকা। তবে যথারীতি কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষায় আবারো ভাঙন দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারণেই এমন চিত্র, ভাঙন কবলিত স্থানে ফেলা হবে জিও ব্যাগ।
দীঘিরপাড় বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, প্রতিবার বর্ষা এলেই এখানে ভাঙ্গন দেখা দেয়। অথচ শুস্ক মৌসুমে ঠিকাদারী প্রতিষ্ঠান টুকিটাকি করে বাঁধ নির্মাণ কাজ করেই খালাস।
প্রায় দুইশ বছরের প্রাচীন দিঘীরপাড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা একহাজারের বেশি।