মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা পৌনে ১২ টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব-১০ এর একটি অভিযানিক দল। এরা হচ্ছে মো. বজলু কাজী (৪৫) ও মো. রোমান কাজী (২১)।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালকা শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। যার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৬০ হাজার টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।