মুন্সীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় বুদ্ধ পুর্ণিমা উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু, অতীশ দীপঙ্করের জন্মভিটায় এ বুদ্ধ পুর্ণিমা উদযাপন করা হয়।
বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ উপলক্ষে সকাল থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন,ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা ও বুদ্ধপূজার মধ্য দিয়ে মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।
বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এ দিনে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয় বলে এর অপর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে জগতের সব প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ,ফলে স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ-ভক্তরা।
অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের বলেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সমস্ত বিলাসিতা ত্যাগ করেন। সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তার কাছে জাতি, শ্রেণি ও গোত্রের কোনও ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই মূল্যায়ন করতেন।
তিনি আরও বলেন, দিনটি উৎযাপনে বৌদ্ধরা দেশের বিভিন্ন স্থানে বুদ্ধপূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় সভার আয়োজন করা হয়।
পড়ুন: ১৮ দিন পর মুন্সীগঞ্জে বাসের ছাদ উড়ে যাওয়া কান্ডের চালক গ্রেফতার
দেখুন: চার দিন ঘুরে স্থপতি ইমতিয়াজের ম*রদেহ পেলেন স্বজনরা
ইম/