আসছে জুন নাগাদ মূল্যস্ফীতি ৭-৮ শতাংশ নামবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আগামী বছর এটি ৫ শতাংশ নামানো সম্ভব বলে আশা করা হচ্ছে। তবে, দেশে খেলাপি ঋণ ৩০ শতাংশ অতিক্রম করতে পারে বলে বাংলাদেশ ব্যাংকের পূর্ভাবাস।

২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে এক সংবাদ সম্মেলনে, আনুষ্ঠানিক ভাবে অর্থবছরের শেষ ৬ মাসের মুদ্রানীতি জানান খোদ গর্ভনর ড. আহসান এইচ মনসুর।
মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক আশার কথা জানায়, যখন মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চিড়েচ্যাপ্টা অবস্থায় আছে। তবে, বাংলাদেশ ব্যাংক নতুন করে নীতি সুদ হার বাড়ায়নি। আর আশা করছে, মূল্যস্ফীতিতে লাগাম পড়বে।
সংবাদ সম্মেলনে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহী নানা প্রশ্নের জবাব দেন। তিনি কথা বলেন, ব্যাংকের খাতের সংস্কার প্রসঙ্গেও। মুদ্রানীতিতে একটি উদ্বেগজনক কথাও স্বীকার করছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তিনি বলেছে, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৩০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো হয়েছে, তবে কমানো হয়েছ সরকারি খাতের ঋণ জোগান। আর নীতি সুদ হার না বাড়ানোয় ব্যয়বহুল হচ্ছে না ঋণ নেয়া। আর ব্যাংকিংখ খাতে ঠেকানো হবে পারিবারিককরণ।
এনএ/