23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মূল ইস্যু থেকে সরে এসেছে সরকার, অভিযোগ বিএনপির

মূল ইস্যু পাস কাটিয়ে অন্তর্বতী সরকারের উপদেষ্টারা নানা ইস্যু নিয়ে কথা বলছেন, যার কারণে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপি নেতারা। পল্টনে এক অনুষ্ঠানে তারা এ অভিযোগ করেন। মানুষের ধৈর্যের সীমানার মধ্যেই নির্বাচন দেবার আহবানও জানান তারা।

ওয়ান এলিভেনের বিরাজনীতিকরণ প্রক্রিয়া এখনও চলছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, রাজনীতি কে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। বলছেন বিএনপি নেতারা।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির নেতারা এমন মন্তব্য করে বলেন, দেশের যে সংকট চলছে তা মুল ইস্যুকে বাদ দিয়ে সম্ভব না।

নির্বাচনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ আর ১৫ বছর ধরে অপেক্ষা করবেনা। সময়ের মধ্যে ব্যবস্থা করুন।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা বলেন, সঠিক সময়ের মধ্যে নির্বাচন না হলে আওয়ামীলীগ আবার মাথা চাড়া দিয়ে উঠবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন