29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

নদীর পাড় হতে কৃষকের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মো. রহমত আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলী গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে রোপন করা বোরো ধান ক্ষেত দেখতে যান। তিনি রাতে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় নদীর তীরে একটি লাশ দেখেন। পরে পুলিশ ও মৃত রহমতের পরিবেরের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লাশটি রহমতের বলে শনাক্ত করে পরিবারের লোকজন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মৃতের পরিবারের ভাষ্যমতে রহমত আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা পরিষ্কার শেষে তীরে উঠে গেলে স্টোক করে মারা যেতে পারেন।

এই মৃত্যু নিয়ে পরিবারেরর পক্ষ থেকে কোন অভিযোগ নেই। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পড়ুন: লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ

দেখুন:করোনায় মৃত ব্যক্তির দাফন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন