দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস এইচএমপিভি আক্রান্ত সানজিদা আক্তারের মৃত্যু মাল্টিঅর্গান ফেইলরের কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। স্বাস্থ্যবিধি মেনে চললে এবং কিছু নিয়ম মেনে চললে এ ভাইরাসের বিস্তার কমবে।
বুধবার রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এইচএমপিভি আক্রান্ত সানজিদার মৃত্যু হয়। ওই নারী যে শুধু এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এটি নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। কারণ তার অন্য আরও শারীরিক জটিলতা ছিল।
দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত সানজিদার মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে এই জরুরি সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচএমপিভির কারণে মৃত্যু বিরল। তবে এইচএমপিভি আক্রান্ত ব্যক্তি অন্যান্য রোগে আক্রান্ত থাকলে তার ঝুঁকি বেশি।
তিনি বলেন, সিজনাল ফ্লুর লক্ষণ আর এইচএমপিভি আক্রান্ত ব্যক্তির লক্ষণ একই। সাধারণ ফ্লু ও এইচএমপিভি আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কোনো পার্থক্য নেই।
এই ভাইরাস বেশি ছড়ালে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই চেষ্টা করতে হবে সার্কুলেশনটা যাতে কম হয় বলেও জানান তিনি।
এনএ/