26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

বিভিন্ন জায়গায় মৃদু শৈত্য প্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। জনপদে নেমে এসেছে স্থবিরতা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশা থাকছে দিনভর। দেখা নেই সূর্যের। বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিভিন্ন জায়গায় মৃদু শৈত্য প্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে
বিভিন্ন জায়গায় মৃদু শৈত্য প্রবাহ, পারদ নেমেছে ৮ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়েছে শীতের তীব্রতা। সূর্য উকি দিলেও উত্তাপ নেই। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে। উত্তরের হিমালয় কন্যা খ্যাত জেলাটিতে দুদিন ধরে এই পরিস্থিতি। হাঁড়কাঁপানো শীতে কাবু জনজীবন। দিনভর কুয়াশায় আচ্ছন্ন থাকছে এলাকা।

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি। তবে দাপট দেখাচ্ছে কনকনে ঠাণ্ডা বাতাস আর কুয়াশা। অসহায় দিনযাপন করছেন খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি আরও কঠিন হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

ঠাকুরগাঁওয়েও বেড়েছে শীতের প্রকোপ। দিনেও কুয়াশায় ঢাকা থাকছে এলাকা। গত তিন দিন ধরে দেখা নেই সূর্যের। রাস্তায় মানুষের চলাচলও কম। দিনেও যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

টিএ/

দেখুন: ১৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সামনে শীত বাড়বে আরও

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন