25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

স্থানীয় সময় গতকাল শনিবার (২৬ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, দেশটির জাকাতেকাস অঞ্চলের একটি হাইওয়েতে বাস বিধ্বস্তের ঘটনায় এই প্রাণহানি হয়। যাত্রীবাহী বাসটির সাথে একটি ট্রেইলার ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। এতে বাসটি হাইওয়ে থেকে বেশ খানিকটা নিচে পড়ে যায়। কয়েকটি মরদেহ গিরিখাদে গিয়ে পড়ে।

এসব মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। এর আগে প্রথমে ২৪ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল জাকাতেকাসের গভর্ণর অফিস। পরে, প্রকাশ করা হয় সংশোধিত সংখ্যা।

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনার মুখে পড়ার পর ৫৪ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন