১৪/০৬/২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ

মেয়র ইস্যুতে কালক্ষেপণের অভিযোগ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এই ইস্যুতে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও মেয়র হিসেবে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার।

শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক এসব অভিযোগ তোলেন। বিচারক ও বিচারকার্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিষোদগার করছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার।

যারা বিরুদ্ধে কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন জানিয়ে তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে। ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তবে, অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়ার যে বক্তব্য অনেকে দিচ্ছে সেটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সকল আইনি পদক্ষেপ মেনেই আমরা এই রায় পেয়েছি।

এই উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, সরকারের ভিতরেই আরেকটি দল হয়েছে যারা নিজেদের জন্য কাজ করছে।

এসময় আইন উপদেষ্টার আসিফ নজরুলের দেয়া বক্তব্যের বিষয়েও কথা বলেন তিনি। ইশরাক বলেন, আইন উপদেষ্টা বলেছেন, তাদের মতামত না নিয়েই গেজেট প্রকাশ করা হয়েছে। যদিও তার মতামতের জন্য ফাইল টেবিলে পড়ে ছিল। কিন্তু ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের নিয়ম থাকায়, তিনি রেসপন্স (আইন উপদেষ্টা) না করায় নিয়ম মেনেই গেজেট প্রকাশ করা হয়। এটি নিয়ে এমন বক্তব্য খুব দুঃখজনক।

ইশরাক অভিযোগ তুলে বলেন, আমি বিএনপি প্রার্থী, তাই তারা আমার বিপক্ষে। তারা চায় নিজেদের প্রশাসক বসাবে এবং যেসব লুটপাট চলছে তা নিশ্চিন্তে চালিয়ে যাবে।

পড়ুন : ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন