26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে আগামী ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

ছয় নেতা হল – সাবেক মেয়র আতিকুল ইসলাম,

উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে সাবেক মেয়র আতিককে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ২২ জানুয়ারি আতিকুলকে আদালতে হাজির করা হয় মেয়র আতিককে । এরপর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার সঙ্গে গত ৫ আগস্ট অংশ নেন মো. ফজলুল করিম। বিকালে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করে।

পড়ুন:খুলনার সাবেক মেয়র খালেকের দুর্নীতির তদন্ত শুরু

দেখুন:জাহাঙ্গীরের অডিও ফাঁস, আওয়ামী লীগের নতুন চক্রান্ত? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন