27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

মেয়াদ বাড়ল সংবিধান সংস্কার কমিশনের

সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই কমিশনের মেয়াদ বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত বছরের ৬ অক্টোবর অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সে অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

তবে এর মধ্যে এই কমিশনের মেয়াদ বাড়ানো হলো। গতকাল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৬ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার ঘোষণা দেয়। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। সেগুলো হচ্ছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

এসব কমিশনের প্রধানদের নামও ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে গত ৩ অক্টোবর পাঁচটি কমিশন এবং পরে সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়।

এনএ/

আরও পড়ুন: বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেখুন: সংস্কার দ্রুত চলছে, তারপর নির্বাচন: ধর্ম উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন