26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

‘মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী’

হত্যাকান্ডের দীর্ঘ ১৩ বছর পর উদঘাটন হলো, সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশ হত্যার রহস্য। সম্প্রতি এমপির মেয়েসহ তিনজনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। নিজের মেয়ের পরিকল্পনাতেই সেলিমা খান খুন হয়েছিলেন বলছে পিবিআই।

২০১১ সালের ১৪ জুন ভোরে সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশকে গলা ও পেটকাটা অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ভাই মো. শাফিউর রহমান খান ওরফে শাফি বাদী হয়ে একটি মামলা করেন। সেই সময়ের চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা বলে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

পরে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে লোমহর্ষক এ হত্যা মামলার রহস্য।

নিজের মেয়ে তার মাকে হত্যা করতে পারে, এমন ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেনা পরিবার।

গত ৩০ মে সুবল কুমার রায়কে গ্রেফতার করলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসতে শুরু করে৷ সুবলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মেয়ে পপি ও আরতী সরকারকে গ্রেফতার করা হয়। 

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন