আগামী ২৬ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পর্দা উঠবে অলিম্পিকের। এ আসরকে সামনে রেখে দল ঘোষনা করলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। টুর্নামেন্ট থেকে আগেই নাম সরিয়ে নিয়েছেন মেসি-ডি মারিয়া। তাই তাদেরকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
এছাড়া অ্যাস্টন ভিলার কারণে অলিম্পিকে খেলা হচ্ছে না এমিলিয়ানো মার্টিনেজের। মেসির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ম্যানসিটি তারকা হুলিয়ান আলভারেজ। সিনিয়র কোটায় দলে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।
তিনজন সিনিয়রের মধ্যে বাকি ফুটবলার আয়াক্স আমস্টারডামে খেলা গোলরক্ষক জিরোনোমা রুল্লি।
এদের সঙ্গে দলে আছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের উজ্জ্বল তারকা থিয়াগো আলমাদা আর নতুন মেসি খেতাব পেয়ে যাওয়া ক্লদিও এচেভেরি। এছাড়া দলে আছেন ক্রিশ্চিয়ান মেদিনা এবং ইজিকুয়েল ফার্নান্দেজের মতো উঠতি সেনসেশনরা।
অলিম্পিকের এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। গ্রুপ ‘বি’তে বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ ইউক্রেন এবং ইরাক।
অলিম্পিকের জন্য আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: লিয়ান্দ্রো ব্রেই ও জিরোনোমা রুল্লি।
ডিফেন্ডার: মার্কো ডি সিজার, হুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গনজালো লুজান, ব্রুনো অ্যামিওনে ও নিকোলাস ওতামেন্ডি।
মিডফিল্ড: ইজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেদিনা ও কেভিন জেনন।
ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, গুইলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গুন্ডো, থিয়াগো আলমাদা ও লুকাস বেল্ট্রান।
বিকল্প: অ্যারন কুইরোজ, ফেডেরিকো রডোন্ডো, ফ্যাব্রিজিও ল্যাকোভিচ ও হুয়ান নারদোনি।