চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন লিওনেল মেসি। গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন আর্জেন্টাইন তারকা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ দিয়েই মেসি ফিরতে পারেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।
তিনি বলেছেন, ‘অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠেছেন মেসি। আগামীকাল ভোরে মায়ামির হয়ে মাঠে নামতে পারেন। এর আগেও অবশ্য এই ম্যাচ দিয়ে মেসির কথা বলেছিলেন মার্টিনো।’
আর্জেন্টাইন কোচ বলেছেন,’হ্যাঁ, মেসি ভালো আছে। সে অনুশীলন করেছে (শুক্রবার)। ম্যাচের পরিকল্পনায় সে আছে। (শনিবার) অনুশীলন শেষে আমরা ঠিক করব, তাকে নিয়ে কোন কৌশলে আমরা আগাব। তবে এই ম্যাচের জন্য প্রস্তুত।’
গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর তাকে আর মাঠে দেখতে পায় নি ভক্তরা।
আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচে তাকে দেখা যাবে বলে আশা করছে ভক্তরা।
ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসি শুরুর একাদশেই থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মায়ামি কোচ, ‘সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।’