29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

এবার মেসি নামলেন রিয়েল এস্টেট ব্যবসায়

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। যেকোনো সময়ই অবসর নিতে পারেন এই তারকা ফুটবলার। তার আগেই নতুন যাত্রা শুরু করেছেন তিনি। স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন মেসি।

বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। প্রতিষ্ঠানটির বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। যার একমাত্র শেয়ারহোল্ডার তা পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূলধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এনএ/

আরও পড়ুন: এবারাও ফিফা বর্ষসেরার দৌড়ে আছেন মেসি!

দেখুন: কোরিয়ায় চাকরি ও ব্যবসায় এগিয়ে বাংলাদেশি প্রবাসীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন