জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন। ১৩ বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর, তিনি প্রযোজক এবং পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বিয়েটি ছিল কড়া গোপনীয়তায়, তবে পরে নিজেই বিয়ের ছবি প্রকাশ করেন মেহজাবীন।

বিয়ের ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ফেসবুকে আবেগঘন একটি বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘‘২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটে। ১৩ বছর পর, সেই সম্পর্ক আজ বিয়েতে রূপ নিল।’’ মেহজাবীন চৌধুরী কথায়, ‘‘সাক্ষাতের সময় আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম। সেই মুহূর্তে আমার হৃদয়ের একটা অংশ তার সঙ্গে চলে গিয়েছিল।’’

মেহজাবীন চৌধুরী তার বিয়ের দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলেন, ‘‘১৩ বছর পর আজ আমরা একসঙ্গে, একে অপরের পাশে আছি। আমাদের বন্ধুত্ব আজ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পৌঁছেছে।’’ তার এই আবেগঘন পোস্টে তিনি আরও লিখেছেন, ‘‘১৪ ফেব্রুয়ারি, ২০২৫ আমাদের বন্ধন চিরতরে বন্ধ হয়ে গেছে। আমরা আজীবন একে অপরের সাথে থাকব।
আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’’

বিয়ের আগে, মেহজাবীন চৌধুরী এবং রাজীবের গায়ে হলুদের অনুষ্ঠানটি ঢাকার অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল সংরক্ষিত আয়োজন, যেখানে কঠোর নিষেধাজ্ঞা ছিল। অতিথিদের বলা হয়েছিল, ‘‘কোনো ছবি তোলা বা সামাজিকমাধ্যমে প্রকাশ করা যাবে না।’’ তবে, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও গায়ে হলুদের একাধিক ছবি ফাঁস হয়ে যায়।

মেহজাবীন চৌধুরী এবং রাজীবের সম্পর্ক সম্পর্কে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। তারা কখনো প্রকাশ্যে এ ব্যাপারে কিছু বলেননি, তবে তাদের সম্পর্কটি প্রায়শই শোবিজ অঙ্গনে আলোচনা হয়েছে। অবশেষে তাদের বিয়ের মাধ্যমে এই গুঞ্জন সত্যি হলো।
মেহজাবীন চৌধুরী একজন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। নাটকের পাশাপাশি, তিনি ওয়েব ফিল্ম এবং বড় পর্দায়ও অভিনয় করছেন। সম্প্রতি তার সিনেমা ‘প্রিয় মালতি’ মুক্তি পেয়েছে। এছাড়া, আগামীকাল তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ মুক্তি পাবে।

অন্যদিকে, আদনান আল রাজীব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা। মেহজাবীনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে অনেকের মধ্যে আলোচনার বিষয় ছিল এবং অবশেষে এই সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে বিয়েতে পরিণত হলো।
এছাড়া, ২০১৯ সালে একটি বিপণিবিতানে মেহজাবীনের সঙ্গে হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়, যা তাদের সম্পর্কের প্রমাণ হিসেবে শোবিজে আলোচিত হয়েছিল।
মেহজাবীন এবং রাজীবের বিয়ে দেশের বিনোদন জগতে একটি আলোচিত ঘটনা হিসেবে উঠে এসেছে এবং তাদের ভক্তরা তাদের নতুন জীবন এবং সুখী দাম্পত্যের জন্য শুভকামনা জানিয়েছে।
পড়ুন:এবার নাটকে অভিষেক মেহজাবীন চৌধুরীর বোন মালাইকার
দেখুন : বউ সেজে মঞ্চে হাঁটলেন মেহজাবিন |
ইম/