মেহেরপুরের গাংনীতে একটি ব্যাংকের এজেন্ট শাখায় চুরি হয়েছে। দুর্বৃত্তরা টাকাসহ সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

মেহেরপুরের গাংনীতে বামন্দী ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটে। ভল্ট ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৮ লাখ টাকা ও হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সোমবার লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। রাতে জানালার গ্রিল কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে চুরেরা। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার টিম কাজ শুরু করেছে।
পুলিশের তদন্ত চলছে, তবে সংশ্লিষ্টদের শনাক্ত করতে পারেনি এখনও। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি স্থানীয়দের।
পড়ুন : গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দেখুন : মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!
ইম/