মেহেরপুর জেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৭০৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে সীমান্ত পিলার ১১৭ হতে প্রায় এক কিলোমিটার ভেতরে শ্যানপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) এবং একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে বাইসাইকেলে করে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হলে তাদের থামতে বলা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কালামের কোমরের লুঙ্গির ভেতর থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৭০৪ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। এছাড়া তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণবার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বোমা, অস্ত্র ও গাঁজা উদ্ধার