“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলাটি রোববার (১ জুন) দুপুরে গাংনী উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা।
মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে, যেখানে কৃষি প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, জৈব সার, উন্নত জাতের বীজ ও কৃষি-সম্পর্কিত নানা উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, “এই মেলার উদ্দেশ্য হলো কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ফসল উৎপাদনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা।”
প্রধান অতিথি ইউএনও আনোয়ার হোসেন বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। সরকার কৃষকদের পাশে আছে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা চালু করে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি।”
মেলাটি ৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলে কৃষি বিষয়ক সেমিনার ও চাষাবাদ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন রয়েছে। মেলায় অংশ নেওয়া কৃষকদের মধ্যে উদ্ভাবনী চর্চা এবং পরিবেশবান্ধব কৃষিকাজের প্রতি আগ্রহ লক্ষ্য করা গেছে।
পড়ুন: মেহেরপুরে গাঁজাসহ আটক ১
দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে
এস


