মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ আসমা তারার বিরুদ্ধে ঈদ-উল-আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়নের একাধিক ইউপি সদস্য এবং ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল যথাযথভাবে বণ্টন না করে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন প্যানেল চেয়ারম্যান। গত ৪ জুন চাল বিতরণের কথা থাকলেও ইউনিয়নের ০১, ০২ ও ০৩ নম্বর ওয়ার্ডের শতাধিক হতদরিদ্র পরিবার চাল পাননি। কার্ড থাকা সত্ত্বেও তারা চাল না পেয়ে হতাশায় পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণের কোনো স্বচ্ছতা ছিল না। বিতরণ কার্যক্রম পরিচালনায় কোনো তালিকা বা সরকারি নিয়ম অনুসরণ করা হয়নি। বরং চেয়ারম্যান নিজের অনুসারীদের দিয়ে গোপনে চাল চুরি করেছেন।
একাধিক ইউপি সদস্য অভিযোগ করেন, মোছাঃ আসমা তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বেচ্ছাচারী ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি তার কথিত ‘লাঠিয়াল বাহিনী’ দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি ও হামলার শিকার হতে হয়। এমনকি দুইজন ইউপি সদস্যকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে।
সাহারবাটী ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মহিবুল ইসলাম বলেন, চাল বিতরণে চরম অনিয়ম হয়েছে। কার্ডধারীরা চাল না পেয়ে ফিরেছে। আমরা প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়। এই চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা প্রয়োজন।
স্থানীয় ভুক্তভোগী এক বৃদ্ধা নারী বলেন,আমার নামের ভিজিএফ কার্ড আছে। কিন্তু চাল পাইনি। ঈদের সময় এই চালটাই ছিল একমাত্র ভরসা। এখন আমার পরিবারে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, এটি কোনো একক ঘটনা নয়। পূর্বেও একই ধরনের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মোছাঃ আসমা তারার বিরুদ্ধে একাধিকবার করা হয়েছে। তবুও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই অপরাধ পুনরাবৃত্তি ঘটছে।
এলাকাবাসীর দাবি, শুধু তদন্ত নয়—দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দুঃসাহসিক দুর্নীতিতে লিপ্ত না হয়।
অভিযোগের ব্যাপারে মোছাঃ আসমা তারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও তিনি অস্বীকৃতি জানান।
এদিকে পুরো ইউনিয়নে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: মেহেরপুরে যুবককে বাড়ি থেকে ডেকে গলা কেটে হত্যার চেষ্টা
এস