১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ

মেহেরপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে আহত ৩

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলার সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন সামান্য আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— হুমায়ুন শেখ (৪০), তার স্ত্রী মোছা. সুলতানা বেগম (৩৫) ও তাদের তিন বছর বয়সী কন্যা এবং. হুমায়রা খাতুন। তারা সবাই নড়াইল জেলার রাজুপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, মুজিবনগর ভ্রমণের উদ্দেশ্যে তারা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৪৭৩৯) যোগে রওনা হন। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলার রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় লোটন নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পড়ুন: মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

দেখুন: মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন