১৩/০৬/২০২৫, ১৩:৩১ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৩১ অপরাহ্ণ

মেহেরপুরে বিল্ডিংয়ের ছাদ ধসে ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু, আহত ১

মেহেরপুরের গাংনীতে একটি বিল্ডিংয়ের ছাদ ধসে আমজাদ হোসেন (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যু ও তার স্ত্রী রহিমা খাতুন(৫০) মারাত্মক আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমজাদ হোসেন গাংনী উপজেলার বাওটর গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাংনী বাজারে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের বিল্ডিংয়ের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পড়ুন : মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৩য় তলা থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন