মেহেরপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখতারুজ্জামান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আল ইমরান (৩৫), ভ্যানচালক আলী হাসান (৪০), তার ছেলে জুবায়ের হাসান (১০) এবং মাইক্রো চালক পলাশ (৩৮) আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে আসছিলেন। বিপরীত দিক থেকে একটি ভ্যান এবং মোটরসাইকেল আসছিল। প্রাইভেট কারটি প্রথমে ভ্যান এবং পরে মোটরসাইকেলের সাথে ধাক্কা খায়।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আখতারুজ্জামান মারা যান। আল ইমরান ও জুবায়েরকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তোর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : মেহেরপুরের বাতাসে যেন আগুনের হল্কা, তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রি