১৯/০৭/২০২৫, ২:৩২ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৩২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাংনী উপজেলা চত্বরের সামনে শিক্ষার্থী ও সচেতন মহল এ কর্মসূচির আয়োজন করেন

বিক্ষোভ র‌্যালি শেষে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একসাথে সোচ্চার হওয়া। বক্তারা আরও বলেন, ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের দায়ে বিচার করা উচিত।

এ সময় বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।

মানববন্ধন থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য দেশের সব মানুষকে আহ্বান জানানো হয়।

পড়ুন : ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

দেখুন : ইসরায়েলি তা ণ্ডবে লন্ডভন্ড জেনিন ক্যাম্পে ফিরছে ফিলিস্তিনিরা | 

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন