মেহেরপুরে ১২ বছর বয়সী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মোশারফ হোসেন(৫৫)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে মোশারফকে গ্রেফতার করে। অভিযুক্ত মোশারফ মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুরন্নেশার ছেলে।
জানা গেছে, গত ৮ এপ্রিল বাড়ির সদস্যরা কেউ না থাকাই প্রতিবেশী মোশারফ হোসেন ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর জেলার হাসপাতালে
বাড়ির সদস্যরা কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নুরন্নেশার ছেলে মোশাররফ হোসেন তার বাড়িতে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ওই সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এদিকে বুধবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে।এ সময় তার মা তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনাটি প্রকাশ পায়। পরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই মোশারফ হোসেন আত্মগোপনে চলে যায়। এদিকে ধর্ষণ করার বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ধর্ষক মোশারফ এর ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নি-সংযোগ করে।

মেহেরপুরের সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ধর্ষণের ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
যার প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার আলমপুর গ্রাম থেকে মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে নেয়া হলে সে ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। বিচারক শারমিন নাহার তার স্বীকারোক্তি রেকর্ড করেন।যার মামলার নং ১৯,তারিখ- ১০/০৪/২৫ ইং।
পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে আহলে হাদিসের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা
ইম/