28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মেহেরপুরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম গ্রেপ্তার

মেহেরপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুরে পৌর শহরের মুখার্জি পাড়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শহরের নিজ বাসা থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক করা হয়েছে। তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পড়ুন: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির গণমিছিল

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন