24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

মেহেরপুরে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগে আটক ২

মেহেরপুরে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সদর উপজেলার বারাদী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—জামিল হোসেনের ছেলে হালিম (৩০) ও সাদের আলীর ছেলে রিপন (৩২)।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি বারাদী এলাকায় চাঁদাবাজি ও স্থানীয় পরিবেশ অস্থির করার অভিযোগে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে হালিম ও রিপনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন