১৪/০৬/২০২৫, ১৩:০৮ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:০৮ অপরাহ্ণ

মেহেরপুরে হিরোইনসহ আটক ২ মাদক কারবারি

মেহেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ গ্রাম হিরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৪ মে) দুপুরে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের ক্লাব পাড়ার মৃত খেদের আলীর ছেলে ইকরামুল হক (৪৫) এবং একই এলাকার ফিল্ড পাড়ার মৃত মাতম আলীর ছেলে আবুল বাছাদ (৩৬)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দক্ষিণ শালিকা বাগান পাড়া গ্রামের তাহাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশে মনিরুল ইসলামের আমবাগানে মাদক কারবারিরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে ১ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন