১৪/০৬/২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ

মেহেরপুরে নারী-শিশুসহ ১২ জনকে ঠেলে দিল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে। আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে ঘটেছে আজ মঙ্গলবার ভোররাতে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আনন্দবাস ক্যাম্পের সদস্যরা জানান, ভোররাতে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এসব বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটককৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

স্থানীয় সূত্র জানায়, এরা বেশ কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ভারতে পাড়ি জমিয়েছিলেন। মূলত ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিলেন। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি জেলে রাখে। সেখান থেকেই পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে ১২ জনকে আটক করার করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ বাড়বে, ঘুরে দাঁড়াবে অর্থনীতি: বিজিএমইএ

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন