০৮/১১/২০২৫, ০:০৪ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর-২ আসনে বিএনপির দুপক্ষের হামলায় রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দের জের ধরে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় আমজাদ হোসেন ও জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় অন্তত ২০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে নিরব দর্শকের ভুমিকা পালন করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এসময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এর পরে আমজাদ হোসেনে তার কার্যালয়ে অবস্থান নিলে জাভেদ মাসুদ মিল্টনের নেতাকর্মীরা অফিসে হামালা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। নেতাকর্মীরা আমজাদ হোসেনর অফিসের সামনে থাকা অন্ততঃ ২০টি মোটরসাইকেল ভাংচুর করে। এসময় উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন।

এদিকে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেন পক্ষের নেতাকর্মীরা একটি মিছিল বের করে বাস স্ট্যান্ডে আসেন। এসময় আমজাদ হোসেন পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসের হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে মিল্টনের সমর্থকরা সটকে পড়ে। আমজাদ হোসেনের সমর্থকরা অফিসের ভেতরে থাকা আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। গোটা শহর দখলে নেয় আমজাদ হোসেনের সমর্থকরা। ব্যবসায়িরা দোকানপাট বন্ধ করে দেয়।

তবে ঘটনার শুরুতে পুলিশের একটি পিকআপ এবং পরে সেনাবাহিনীর কয়েকটি টহল গাড়ী আসলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হলেও পুলিশের কোন কার্যক্রম দেখা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল।

প্রসঙ্গত, সোমবার বিএনপির মহাসচিব মেহেরপুরের দুটি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন। এর পর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকেই মেহেরপুর-২ আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরা।

পড়ুন: নোয়াখালীর কবিরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন