১৪/০৬/২০২৫, ১৪:২০ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:২০ অপরাহ্ণ

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ‌ও র‌্যালি

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ‌ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা বদরুদ্দিন আহমেদ, উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন আহমেদ , সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহ-সভাপতি মোহাম্মদ শামীম আতাহার।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তাও করা সম্ভব না। বক্তারা আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন ‌ সহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করার আহ্বান জানান। এরপর একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
এ সময় শ্রমিক কল্যান ফেডারেশন সংগঠনের ‌ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: ময়মনসিংহে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন: মে দিবস কী জানেনা শ্রমিক, মানে না মালিক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন