16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

মোদিকে ‘ক্লাউন’ বলা দুই মন্ত্রীর পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণাত্মক মন্তব্য করা মালদ্বীপের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এই দুই মন্ত্রী নরেন্দ্র মোদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ক্লাউন’ বলে কটাক্ষ করেন।

যে দুই মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হলেন মারিয়াম শিউনা এবং মালশা শরিফ। পদত্যাগ পত্রে মারিয়াম ও মালশা বলেছেন, ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গতকাল ১০ সেপ্টেম্বর মঙ্গলবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুরের দপ্তরে তারা পদত্যাগপত্র জমা দেন।

মালদ্বীপ সরকারের একজন কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম উইয়নকে এ তথ্য জানিয়েছেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্রমণ শেষে তিনি এই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তার সেসব ছবি শেয়ারের পর পরই মালদ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ পড়ে যায়। দেশটির সাধারণ নেটিজেনদের পাশাপাশি এতে জড়িয়ে পড়েন মালদ্বীপের কয়েক জন সরকারি কর্মকর্তাও। এমকি বাদ যায়নি মন্ত্রিসভার সদস্যরাও।

তাদের অভিযোগ, ভারতীয় পর্যটকরা যেন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপকে নিজেদের পর্যটন গন্তব্য হিসেবে বেছে নেন। ছবির মাধ্যমে এমন বার্তাই দিতে চেয়েছেন মোদি।

তাদের অভিযোগের পাল্টা জবাব দেন ভারতীয় নেটিজেনরাও। পর্যটন কেন্দ্র হিসেবে মালদ্বীপকে বয়কটের ডাক দেন তারা।

এর ফলে ব্যাপক প্রভাব পড়ে মালদ্বীপের পর্যটনখাতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন