রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হয়ে উঠেছে যেন কিশোর গ্যাংয়ের স্বর্গরাজ্য। চাঁদাবাজি, জমিদখল ও রাস্তা আটকে ছিনতাইয়ের ঘটনা যেন নৈমিত্তিক ব্যাপার । তাদের এমন আচরণে ভীত এলাকাবাসী। অভিযোগ আছে, অন্ধকারে বসে এসব কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন, কিলার বাদল ও লাল্লু। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন তারা ।
ঘটনা মার্চ মাসের ২৪ তারিখ, রাস্তা আটকে ধারালো অস্ত্র দিয়ে এক পথচারীকে আঘাত করতে দেখা যাচ্ছে কয়েকজন যুবককে। তার ঠিক একটু পরেই, আরেকজন পথচারীকে একইভাবে অস্ত্র প্রদর্শন করেন তারা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়,মোহাম্মদপুরে বিভিন্ন রাস্তায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছেন দলবদ্ধ কয়েকজন যুবক, যাদের অধিকাংশ কিশোর গ্যাংয়ের সদস্য ।
নিরাপত্তার স্বার্থে নাম পরিচয় আড়াল করে আমরা কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলার চেষ্টায় নাগরিক টিভি। তারা জানান, চাহিদা মতো চাঁদা না দিলে কিশোর গ্যাংয়ের এসব সদস্যরা হত্যার হুমকি এমন কী ব্যবসা বন্ধ করে দেন ।
অভিযোগ আছে, অন্ধকারে বসে কিশোর গ্যাংয়ের এসব নানান অপরাধ নিয়ন্ত্রণ করেন কিলার বাদল ও তার এক সহযোগী লাল্লু। তবে র্যাব বলছে, এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হয়না।
রাজনৈতিক নেতা আর সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার করতে কিশোর গ্যাংদের ব্যবহার করছেন। যাতে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছেন অল্প বয়সী এসব কিশোররা ।