০৮/০৭/২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, ‘ভবনে সিসিটিভি নজরদারি ছিল। আমরা ইতোমধ্যে ফুটেজ সংগ্রহ করেছি। ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা একদল লোক ওই বাড়িতে প্রবেশ করছে।’

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় তিনরাস্তা মোড় সংলগ্ন ‘আবু কোম্পানির বিল্ডিং’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভবনটি আবু নামের এক ব্যবসায়ীর।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন