29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ৪৫ জনকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর তাদের ঢাকা উদ্যান ও আশপাশের এলাকা থেকে আটক করা হয়। পরে সেনাবাহিনীর বসিলা ক্যাম্পে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠা রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা উন্নতি করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এলাকাবাসীর বিক্ষোভের পর রাতেই এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে আসলাম ওরফে রুবেল ওরফে আলম নামে একজন শুক্রবার রাতে বসিলায় মিনি সুপারশপে চাঞ্চল্যকর ডাকাতির হোতা বলে তথ্য দিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।

এর আগে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই পক্ষের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই গোলাগুলি হয়।

এছাড়া সম্প্রতি বছিলায় একটি মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন চাপাতি হাতে সুপারশপে থাকা দুজনকে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন