রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. রবিন ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৯ মে) সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, রবিন ইসলাম দীর্ঘদিন ধরে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। পাশাপাশি তিনি ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত রবিনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনএ/