চলতি মৌসুমে মৌলভীবাজারে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কোন কোন গাছে কাঁঠাল ধরেছে একশটিরও বেশী। সুমিষ্ট এ ফলের ব্যাপক ফলনে জেলার হাটগুলিতে এখন কাঁঠালের সমারোহ। প্রত্যাশার থেকে ফলন বেশি হওয়ায় অধিক লাভের আশা কৃষক ও ব্যবসায়ীদের। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির কথা জানায় কৃষি বিভাগ।
দেশের জাতীয় ফল কাঁঠাল। গৃষ্মের অন্যতম এ ফলে থায়ামনি, ক্যালসয়িাম,পটাশয়িাম,আয়রন, সোডিয়াম উপাদান সহ রয়েছে নানা পুষ্টিগুণ। উৎপাদনে ভারতের পরেই অবস্থান বাংলাদেশের। তার মধ্যে অন্যতম অঞ্চল মৌলভীবাজার। এ জেলায় এবার ব্যাপক ফলন হয়েছে কাঁঠালের।
শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। খুশি কৃষক ও ব্যবসায়ীরা। ভালো দাম পাওয়ার পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় লাভ বেশী পাওয়ার আশা করছেন তারা।
স্বাদে ও গুণে এ জেলার কাঁঠালের সুখ্যাতি রয়েছে। তাই দেশের সর্বত্র এর কদর বেশি।
জেলায় উৎপাদিত কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানির পলিকল্পনার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ।
এ বছর মৌলভীবাজারে ২ হাজার ২৮৮ হেক্টর জমির বাগানে কাঠাল ফলেছে। কৃষকদের পর্যাপ্ত পরামর্শ ও সরকারীভাবে সহযেগীতা করা হলে বাণিজ্যিকভাবে কাঠাল চাষের পরিধি আরো বাড়বে বলে মনে করছে কৃষি অধিদপ্তর।