শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিছিল, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হলো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) মৌলভীবাজার জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা হাতে নিয়ে জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
সভায় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ৮ ঘণ্টা কাজের দাবিসহ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং শ্রম অধিকার আইন বাস্তবায়নের আহবান জানান।