সারাদেশে মোট ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করা হয়।
মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি নাসির উদ্দিন মিঠু।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবাসী শওকত হোসেন শকু।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
মৌলভীবাজারের এই চারটি আসনে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ফের জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। মাঠে সরব হচ্ছেন রাজনৈতিক নেতা-কর্মীরা, চলছে কৌশলগত নানা আলোচনা। একইসঙ্গে, অন্যান্য দলের প্রার্থীদের প্রস্তুতিও তুঙ্গে। ফলে মৌলভীবাজারের সংসদীয় আসনগুলোকে কেন্দ্র করে এখন থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক সমীকরণের নতুন হিসাব।
পড়ুন: হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ৫০
দেখুন: গাইবান্ধায় প্রস্তুত দুই লাখ কোরবানির পশু, দাম নিয়ে শঙ্কায় খামারি |
ইম/


