27 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

ম্যাচসেরার প্রাইজমানি বন্যার্তদের দেওয়ার ঘোষণা মুশফিকের

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয়। পাশাপাশি এই ফরম্যাটে কোনো দলকে ১০ উইকেটে হারানোর প্রথম কীর্তিও।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ ৫৬৫ রান করে। এতে প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয় নাজমুল হোসেন শান্তর দল। বড় রান সংগ্রহে সবচেয়ে বেশী অবদান রাখেন মূশফিকুর রহিম। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১৯১ রান করেন তিনি। তাইতো জয়ের পর ম্যাচসেরার পুরষ্কার উঠেছে মিস্টার ডিপেন্ডেবলের হাতে।

ম্যাচসেরার পুরষ্কারের অর্থ নিজ কাজে ব্যয় করবেন না মুশফিক। দেশে বন্যাকবলিত মানুষদের সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। মুশফিক বলেন, আমার পুরস্কারের অর্থ দেশের বন্যাকবলিত মানুষের কল্যাণে ব্যয় করতে চাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন