15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ম্যানেজার হচ্ছেন এমিলি

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। টুর্নামেন্টটি আগামী মাসে কম্বোডিয়ায় অনুষ্টিত হবে। তিন দিন আগে বাফুফে থেকে এমিলি ম্যানেজার হওয়ার চিঠি পেয়েছেন।

নতুন দায়িত্ব সম্পর্কে সাবেক তারকা ফুটবলার এমিলি বলেন, ‘এক যুগের বেশি দেশের হয়ে খেলেছি। অধিনায়কও ছিলাম। ফেডারেশন আমার অভিজ্ঞতাকে মুল্যায়ন করায় ধন্যবাদ জানাই। তরুণ ফুটবলারদের আমার অভিজ্ঞতা থেকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর এটি নতুন দায়িত্ব আমার জন্য অবশ্যই নতুন চ্যালেঞ্জ।’

জাহিদ হাসান এমিলি ২০০৫-২০১৫ পর্যন্ত বাংলাদেশ দলের এক নম্বর স্ট্রাইকার ছিলেন। বাংলাদেশের জার্সি গায়ে দশের বেশি গোল আছে। ঘরোয়া ফুটবল খেলেছেন প্রায় দেড় যুগ। খেলা ছাড়ার পর ফুটবলসংশ্লিষ্ট কাজেই থাকছেন। আনুষ্ঠানিক কোনো দলের দায়িত্ব এবারই প্রথম। বাংলাদেশ অ-১৭ দল এখন ভুটানে সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট থেকে ফিরে এসে এএফসি বাছাইয়ের প্রস্তুতি শুরু হবে। ১ অক্টোবর থেকেই মূলত এমিলির দায়িত্ব শুরু। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন