32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যশোরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সনাক্ত হয়েছেন ৬৮২ জন, সুস্থ হয়েছেন ৬৪৩ জন মৃত্যু হয়েছে ৩ জনের৷ তবে  উদ্বেগজনক ভাবে যশোরের অভয়নগর উপজেলাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পর্যাপ্ত বেড না থাকায় ডেঙ্গু রোগীদের সাথে সাধারণ রোগীদের চিকিৎসা দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রোগীদের মাঝে।

প্রতিবছর শীত আসার আগেই কমতে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু  যশোরের অভয়নগর ও ভবদহ অঞ্চল জলমগ্ন থাকার কারনে পরিস্থিতি ব্যতিক্রম হতে পারে এজন্য অতিরিক্ত কীট ও ওষুধ বরাদ্দ চেয়েছেন যশোর জেলা স্বাস্থ্য বিভাগ। 

যশোরের ৮ টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫০ জন নতুন সনাক্তরোগী ভর্তি হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছে ৩ জনকে৷ ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ সহ নানাবিধ কর্মসূচি অব্যাহত রয়েছে। 

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন