22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

যশোরে পিয়াল হত্যা মামলায় ছাত্রদল নেতাসহ দুই আসামি গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছার পিয়াল হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা শামীম ও মেহেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে যশোর র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে ও মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুর ১টার দিকে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

তিনি আরো জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। যার জের ধরে হত্যাকান্ড ঘটানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএ/

আরও পড়ুন: যশোরে বন্যা দুগর্তদের মাঝে জেলা বিএনপির ত্রাণ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন