যশোরের ঝিকরগাছায় সাইবার ক্রাইম, মোবাইল ব্যাংকিং প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী নূর মোহাম্মদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন আশীর্বাদ, তেমনি এর অপব্যবহার বহু অপরাধের জন্ম দিচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে তোমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এই অবক্ষয় প্রতিরোধে সমাজের অভিভাবক হিসেবে শিক্ষকদের কে প্রধান ভূমিকা পালন করতে হবে।”
কর্মশালায় বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে একজন সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান।
কর্মশালার শেষ পর্বে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা খোলামেলাভাবে বিভিন্ন সামাজিক সমস্যা ও সাইবার ক্রাইম বিষয়ে প্রশ্ন করলে ওসি গাজী নূর মোহাম্মদ অত্যন্ত সহজ ও তাৎপর্যপূর্ণভাবে সেগুলোর উত্তর দেন।
পড়ুন : যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর রজতজয়ন্তীর ২৫ বছর পুর্তি উদযাপন

