24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

যশোর-খুলনা মহাসড়কে দখল রাজত্ব, গাড়ির যন্ত্রাংশে ভরা রাস্তার ২ লেন

যশোর-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের বাস্তবায়ন করা হলেও, সুফল পাচ্ছে না মানুষ। বরং প্রতিনিয়ত ভোগান্তি আর হয়রানির স্বীকার হচ্ছে পথচারীরা। গাড়ি ও পুরাতন যন্ত্রাংশের ভীড়ে ছয় লেনের দুই লেনই চলে গেছে ব্যবসায়ীদের দখলে।

যশোর শহরের মনিহার থেকে মুড়লি মোড় পর্যন্ত দুই লেনের সড়ককে ছয় লেনে উন্নীত করা হলেও,

বর্তমানে তা প্রভাবশালী মহলের দখলে। গাড়ির পুরাতন যন্ত্রাংশ রেখে ছয় লেনের মধ্যে দুই লেনই দখল করেছে তারা। ফলে মহাসড়ক হয়ে আছে সংকীর্ণ।

জনদুর্ভোগ থেকে রেহাই পেতে ২০১৮ সালে রাস্তা বর্ধিত করা হয়, কিন্তু দখলদারিত্বের কারনে সুফল পাচ্ছে না জনসাধারণ, উল্টো দুর্ভোগ বেড়েছে।

ব্যবসায়ীদের নিজস্ব যায়গা না থাকায় রাস্তার উপরে রেখে গাড়ির কাজ করানো হচ্ছে। জানালেন সংশ্লিষ্টরা।

রাস্তার দুই লেন অবৈধ দখলে থাকায়, যানজট লেগেই থাকছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে ছয় লেনের প্রকৃত সেবা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পড়ুন: সড়কে ঝরলো শিশু সহ ৩ প্রাণ

দেখুন:গদখালিতে ৫০ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন