১৬/১১/২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আঃলীগ এমপির ভাই কাজী ইনাম আহমেদ, ক্ষোভ ক্রীড়া সংগঠকদের

যশোরের বহুল সমালোচিত, দুর্নীতিবাজ, পলাতক ফ্যাসিস্ট আওয়ীম লীগের কথিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ছোট ভাই কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে। বিগত আট মাস আগে ঘোষিত জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটিতে কোচের প্রতিনিধি হিসেবে স্থান পাওয়া শ্রী নিবাস হালদার সরিয়ে ফ্যাসিস্টের ছোট ভাইকে অর্ন্তভূক্ত করা হয়। ফ্যাসিস্ট কাজী নাবিল আহমেদের ভাইকে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করায় ক্ষোভে ফেটে পড়েছেন যশোরবাসী।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম গেল ১১ সেপ্টম্বর (বৃহস্পতিবার) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। তবে সেটি জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েব সাইটে প্রকাশ করা হলেও জেলা ক্রীড়া সংস্থাকে জানানো হয়নি।
এ দিকে ফ্যাসিস্ট কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে অর্ন্তভূক্তি করার সংবাদের ক্ষোভে ফেটে পড়েছেন জেলা ক্রীড়া সংগঠকরা। তারা জাতীয় ক্রীড়া পরিষদের এমন সিদ্ধান্তকে মানতে না নারাজ। তারা অবিলম্বে কমিটি থেকে কাজী ইনাম আহমেদকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাকে কমিটি থেকে বাদ না দিলে কঠোর হুশিয়ারি দিয়েছেন, জেলা ক্রীড়া সংগঠকরা।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, জাতীয় ক্রীড় পরিষদের এমন সিদ্ধান্ত খুবই দুঃখ জনক যা যশোরের ক্রীড়া সংগঠক শুধু নয় সমগ্র যশোর বাসীকে মর্মাহত করেছে। বিগত এক যুগের অধিক সময় ধরে কাজী ইনাম আহমেদ তার বড় ভাইয়ের ক্ষমতা বলে বিসিবির যশোরের কাউন্সিলর পদ দখল করেছিলো। তাদের দুই ভাইয়ের কাছে যশোরের ক্রীড়াঙ্গণ জিম্মি হয়েছিল। তারা যশোরের ক্রীড়াঙ্গনের জন্য কিছুই করেনি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের দখল দারিত্ব থেকে যশোরের ক্রীড়াঙ্গন মুক্ত হয়। সেই দখলদার আবার কিভাবে যশোরের ক্রীড়াঙ্গণে ফিরে এলো আমরা যশোরবাসী সেটি জানতে চাই।
সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো বলেন, কাকে খুশি করতে ফ্যাসিস্টের ভাইকে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অর্ন্তভূক্ত করা হলো আমরা সেটি জানতে চাই। যশোরের ক্রীড়াঙ্গণকে ধ্বংস করতে কাজী ইনামকে কমিটির সদস্য করা হয়েছে। হয় তাকে কমিটি থেকে বাদ দিতে হবে, অন্যথায় আমরা তাকে বাদ দিতে বাধ্য করবো।
বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও জেলা দলের সাবেক ক্রিকেটর মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, এটা ফ্যাসিস্ট পুর্নবাসনের অংশ। যাদের হাত ধরের যশোরের ক্রীড়াঙ্গণ ধ্বংস হয়েছে, তাদেরকে ফিরিয়ে এনে খুব অন্যায় করা হয়েছে। আমরা যশোরবাসী এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে বাদ দিতে হবে। অন্যথায় আমরা যশোরবাসী আন্দোলনের মাধ্যমে তাকে বাদ দিতে বাধ্য করবো।

বিজ্ঞাপন

এ বিষয় যশোর জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক আজাহারুল ইসলাম বলেন, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। কিভাবে কোন মাধ্যমে তাকে কমিটিতে অর্ন্তভূক্তি করা হইছে এ বিষয় বিন্দুমাত্র আমার জানা নেই। আমাদের নির্বাহী কমিটির হোটস অ্যাপ গ্রুপে এই সংক্রান্ত একটি পত্র দেওয়া হয়েছে। বিষয়টি ওখান থেকে জানতে পারছি। এই প্রতিবেদক তাকে বলেন, উনি ফ্যাসিস্ট কাজী নাবিল আহমেদের ছোট ভাই তখন জেলা প্রশাসক বলেন, আমি তো সেটাই জানি। উনার সাথে আমার কোন পরিচয় , দেখা সাক্ষাৎ নেই।

পড়ুন: আখাউড়ায় ভ্রমণে আসা চারজনকে ফাঁদে ফেলে ডাকাতি অটোরিকশা চালকসহ দুইজন গ্রেপ্তার

দেখুন: আখাউড়ায় ভ্রমণে আসা চারজনকে ফাঁদে ফেলে ডাকাতি অটোরিকশা চালকসহ দুইজন গ্রেপ্তার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন