বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি-৪৩৬ ফ্লাইটে ৭১ জন যাত্রীসহ ৭৫ জন ছিলেন। উড্ডয়নের সময় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের একপাশের একটি ল্যান্ডিং গিয়ারের চাকা যান্ত্রিক কারণে খুলে যায়।
পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ দ্রুত বিষয়টি বুঝে কন্ট্রোল টাওয়ারকে জানান এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করে সব প্রস্তুতি নেওয়া হয়। অবশেষে পাইলটের দক্ষতায় দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীরা অক্ষত অবস্থায় নেমে আসেন।
ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও কারও কোনো ক্ষতি হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণেই চাকা খুলে পড়ে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। তবে উড্ডয়নের আগে টেকনিক্যাল পরীক্ষা ঠিকমতো হয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতিতে একটি চাকা দিয়েও জরুরি অবতরণ সম্ভব। ক্যাপ্টেন জামিলের আট হাজার ঘণ্টার উড়ানের অভিজ্ঞতা যাত্রীদের রক্ষা করতে সাহায্য করেছে। যাত্রীরা পাইলট ও বিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০১৭ সালের পর আবারও এমন ঘটনা ঘটায় বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনএ/