১০/১১/২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যাদের ভিত্তি দুর্বল তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায় : আশরাফ হোসেন আলিম

বিজ্ঞাপন

যাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল, তারাই এখন পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচনের দাবি তুলছেন— এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল- ভোলাহাট ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় এক নির্বাচনী মোটরসাইকেল শোডাউন শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আশরাফ হোসেন আলিম বলেন, পিআর পদ্ধতির নির্বাচন কোনো গণতান্ত্রিক বা জনগণ-সমর্থিত প্রক্রিয়া নয়। এটি একটি দলের প্রস্তাব মাত্র, যা জনমতের প্রতিফলন ঘটায় না। এই দাবিই প্রমাণ করে— যাদের জনগণের সঙ্গে সংযোগ নেই, তারাই এই ধরনের পদ্ধতি বাস্তবায়নের কথা বলছে।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে কে সংসদ সদস্য হবেন, তা ভোটের আগেই মানুষ জানবে না। জনগণের ভোটের ক্ষমতা সীমিত হয়ে যাবে। তাই এটি একটি অযৌক্তিক দাবি এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।


নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে আলিম বলেন, আমি চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থেকেছি। গোমস্তাপুরের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন করেছি, সেবা দিয়েছি, মানুষকে সহযোগিতা করেছি। তাই আজ মানুষ আমার পাশে আছে, ভালোবাসে। আমি সংসদ সদস্য হয়ে মানুষের আরও কাছাকাছি থাকতে চাই তাদের সমস্যার সমাধান ও উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি জনগণই ক্ষমতার উৎস। তাই আমি চাই, নির্বাচন হোক জনগণের ভোটে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন।

এদিন খয়রাবাদ এলাকায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয় তার নির্বাচনী শোডাউনে। এলাকাবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানায়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন এই কর্মসূচিতে।

সভায় তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা রাজপথে ও নির্বাচনে লড়াই চালিয়ে যাব।

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে মাদক ও নগদ টাকাসহ দম্পতি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন