31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা!

২০০৪ সালে সাত পাক বাঁধা পড়েছিলেন যিশু-নীলাঞ্জনা। ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন। তাঁদের দীর্ঘ ২০ বছরের সুখের দাম্পত্যেও যে ভাঙন ধরবে তা অনেকেই ভাবতে পারেননি। তাঁদের দুই মেয়ের নাম জারা ও সারা।
যিশু সেনগুপ্তের থেকে আলাদা হয়েছেন। নামের পাশ থেকে মুছে ফেলেছেন ‘সেনগুপ্ত’ পদবী। ফিরে গিয়েছেন পুরনো তাঁর বাবার দেওয়া পদবীতেই। এই মুহূর্তে দুই মেয়ে জারা ও সারাকে নিয়েই আপাতত জীবন চলছে নীলাঞ্জনার। যদিও দাম্পত্য নিয়ে কিংবা যিশুকে নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ নীলাঞ্জনা। তবে এরই মাঝে মহাশিবরাত্রিতে বড় পদক্ষেপ নিলেন নীলাঞ্জনা শর্মা।

এতদিন নীলাঞ্জনার ঘাড়ে যিশুর নামের একটি ট্যাটু ছিল। সেটাই এবার মুছে ফেললেন তিনি। যিশুর নাম মুছে সেখানে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা। যে ছবির নিচে লেখা ওম নমঃ শিবায়। যে ছবিটি নিজেই আজ ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘অতীতের ঘাত-প্রতিঘাত কাটিয়ে উঠেছি আমি। অতীত এখন অনেকটা পেছনে। অতীতকে নিয়ে বেঁচে থাকলে কখনোই এগোনো যায় না। তাই পেছনে তাকিয়েও লাভ নেই। বর্তমান সময়টাই আমার কাছে উপহার। ভবিষ্যতের ওপর কারোর নিয়ন্ত্রণ নেই। তাই কী ঘটেছে তা নিয়ে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে হবে।’

পড়ুন: বিশ্বশান্তি কামনায় বড়দিন উদযাপন, গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা

দেখুন: যীশু খ্রিস্ট শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন